স্কলারশীপ

(১) এসএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সেমিস্টার ফি’র উপর নিম্নরূপ ওয়েভার পাবে-

ফলাফল (জিপিএ) প্রাপ্ত ওয়েভার মন্তব্য
৫.০০ ৪০%
৪.৫০ - ৪.৯৯ ৩০%
৪.০০ - ৪.৪৯ ২০%
৩.৫০ - ৩.৯৯ ১০%

(২) একই পরিবারের দুইজন (সহোদর) একসাথে কিংবা আগে বা পরে ভর্তি হলে উভয়েই সেমিস্টার ফি হতে ১০% ওয়েভার পাবে।

(৩) ভর্তিকৃত সকল নারী শিক্ষার্থী সেমিস্টার ফি’ উপর ৪০% ওয়েভার পাবে।

স্কলারশীপ বা ওয়েভারের ক্ষেত্রে যেকোনো একটি প্রযোজ্য হবে।

উপবৃত্তি:

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বদ্ধ করার জন্য শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল ও উপস্থিতি বিবেচনা করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে প্রতি সেমিস্টারে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা উপৃবত্তি পাচ্ছে।

সকল পাাশকৃত ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি পাচ্ছে।