অনেকে মনে করে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন টেকনোলজিতে পড়ালেখা করে কেবলমাত্র ফ্রিজ ও এসি’র মিস্ত্রি হওয়া যায়। ধারণাটা সম্পূর্ণই ভুল। কেননা মিস্ত্রি হওয়ার জন্য কেউ ৪ বছর ধরে পড়ালেখা করতে হয় না। মিস্ত্রি হওয়ার জন্য ১/২ মাসের প্রশিক্ষণই যথেষ্ট। কারিগরি বোর্ডের ৪ বছর মেয়াদী রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন টেকনোলজিতে পড়ালেখা করার পর এই বিষয়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠবে। যারা ফ্রিজ এবং এসি তৈরি, এগুলোর ডিজাইন করা, উৎপাদন করা, সংযোজন করা ইত্যাদি কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করবে। ফ্রিজ এবং এসি তৈরি, ডিজাইন, সংযোজন, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষ জনবল তৈরির জন্য সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, কোটবাড়ি, কুমিল্লায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ হতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি চালু করা হয়েছে। গুণগত মানসম্পন্ন দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে এই প্রতিষ্ঠানের ল্যাবগুলোকে সজ্জিত করা হয়েছে।