পৃথিবী সৃস্টির শুরু থেকেই ভূমির ব্যবহার শুরু হয়েছে; যা চলবে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত। ভূমিকে আমরা নানানভাবে ব্যবহার করি। ফসল ফলানো, বাড়ীঘর নির্মাণ, দালানকোঠা তৈরি, কলকারখানা স্থাপন, নদ-নদী, পাহাড় অরণ্য, সাগর মহাসাগর ইত্যাদি সব কিছুর মূলেই ভূমি ব্যবহৃত হচ্ছে। এই ভূমিকে যদি যথাযথ পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করা না হয়, তাহলে একদিন এই পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তাই বর্তমান সরকার ভূমির যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। সরকারের এই পরিকল্পনাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য দক্ষ জনবলের প্রয়োজন। যারা ভূমির পরিমাপ, সঠিক ব্যবস্থাপনা, সঠিক মালিকানা ইত্যাদির মাধ্যমে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে ভূমির ব্যবহার নিশ্চিতকরণে সরকারকে সহযোগিতা করবে। কারিগরি বোর্ডের ৪ বছর মেয়াদী সার্ভেয়িং টেকনোলজিতে পড়ালেখা করার পর এই বিষয়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠবে। যারা ভূমির পরিমাপ, সঠিক ব্যবস্থাপনা, সঠিক মালিকানা ইত্যাদির মাধ্যমে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে ভূমির ব্যবহার নিশ্চিত করণে সরকারকে সহযোগিতা করবে। উল্লিখিত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষ জনবল তৈরির জন্য সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, কোটবাড়ি, কুমিল্লায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ হতে সার্ভেয়িং টেকনোলজি চালু করা হয়েছে। গুণগত মানসম্পন্ন দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে এই প্রতিষ্ঠানের ল্যাবগুলোকে সজ্জিত করা হয়েছে।