সার্ভেয়িং টেকনোলজিতে দক্ষ ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড়ো কর্মক্ষেত্র হচ্ছে সরকারের ভূমি মন্ত্রণালয়। যার শাখা প্রশাখা ইউনিয়ন তথা গ্রাম পর্যন্ত প্রসারিত। এই একটি মন্ত্রণালয়েই হাজার হাজার সার্ভে ইঞ্জিনিয়ার প্রয়োজন। এছাড়াও রেলওয়ে, নৌ-পরিবহন, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের প্রায় প্রতিটি দপ্তরে সার্ভে ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা রয়েছে। সরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২য় শ্রেনীর পদ মর্যাদায় উপসহকারী প্রকৌশলী পদে চাকরি লাভের সুযোগ রয়েছে।