নিরাপদ সড়কের জন্য ত্রুটি মুক্ত যানবাহনগুলোই অনন্য ভূমিকা পালন করে থাকে। ত্রুটিযুক্ত গাড়ীর কারণে গাড়ী চালকগণও অনেক সময় অসহায় অবস্থায় পতিত হন। এছাড়াও এদেশের প্রায় শতভাগ গাড়ী বিদেশ থেকে আমদানীকৃত। যেসকল দেশ থেকে গাড়ীগুলো আমদানী করা হয়, সেই সকল দেশের অটোমোবাইল ইঞ্জিনিয়ারগণ তাদের দেশের রাস্তাঘাটের উপযোগী করে গাড়ীগুলো তৈরি করেন। যা অনেক ক্ষেত্রেই আমাদের দেশের রাস্তাঘাটের সাথে মানানসই নয়। আমদানীকৃত গাড়ীগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশের রাস্তাঘাটের উপযোগী করে যানবাহন তৈরির লক্ষ্যে দক্ষ জনবল তৈরির জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অটোমোবাইল টেকনোলজির গোড়াপত্তন করেন। সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের আর্থিক অবস্থা উন্নতির সাথে সাথে যানবাহনের প্রয়োজনীয়তা ও জ্যামিতিক হারে বেড়ে চলেছে। নতুন গাড়ী তৈরি, ডিজাইন, সংযোজন, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষ জনবল তৈরির জন্য সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, কোটবাড়ি, কুমিল্লায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ হতে অটোমোবাইল টেকনোলজি চালু করা হয়েছে। গুণগত মানসম্পন্ন দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে এই প্রতিষ্ঠানের ল্যাবগুলোকে সজ্জিত করা হয়েছে।