সেমিস্টার রেজিস্ট্রেশন করার নিয়ম
সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, কুমিল্লার ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের সকল টেকনোলজির সকল শিক্ষার্থীর অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, চলমান সেমিস্টারে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আগামী ২০.০১.২০২৫খ্রি. তারিখ হতে ২৫.০১.২০২৫খ্রি. তারিখের মধ্যে অনলাইনে সেমিস্টার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
প্রথম ধাপ: সেমিস্টার রেজিস্ট্রেশন ফরম পূরণ করা।
প্রত্যেক শিক্ষার্থীকে অনলাইনে Semester Registration Form পূরণ করতে হবে।
সেমিস্টার রেজিস্ট্রেশন ফরম পূরণের ক্ষেত্রে (ccnpolytechnic.ac) ওয়েবসাইটে প্রবেশ করে Semester Registration বাটনে যেয়ে স্ব স্ব আইডি নম্বর টাইপ করে এন্টার চাপতে হবে।
শিক্ষার্থীর তথ্যসহ Semester Registration Form টি প্রদর্শিত হলে Technology ও Semester সিলেক্ট করতে হবে। ফলে চলমান সেমিস্টারে পঠিতব্য সাবজেক্টের তালিকা ও টিউশন ফি পরিশোধের বিবরণী প্রদর্শিত হবে।
এবারে Submit বাটনে ক্লিক করলে Semester registration has been successfully submitted. বার্তাটি প্রদর্শিত হবে। এতে করে বুঝা যাবে Semester Registration Form টি যথাযথভাবে এন্ট্রি হয়েছে।
দ্বিতীয় ধাপ: সেমিস্টার রেজিস্ট্রেশন ফরম প্রিন্ট করা।
একই লিঙ্কের Download Semester Registration Form বাটনটি ক্লিক করে আইডি নম্বর টাইপ করে এন্টার চাপলে এন্টিকৃত ফরমটি প্রদর্শিত হবে। এখন Download Semester Registration Form বাটনে ক্লিক করলে ফরমটি ডাউনলোড হবে।
পিডিএপ (.pdf) ফরম্যাটে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
Semester Registration Form এর Payment Policy অংশে এই সেমিস্টারের টিউশন ফি পরিশোধের নিয়ম উল্লেখ করা হয়েছে। উল্লেখিত নিয়মানুযায়ী সেমিস্টার রেজিস্ট্রেশনের সময় ৫০% ও মিড টার্ম পরীক্ষার সময় ৫০% টিউশন ফি পরিশোধ করতে হবে। ১ম পর্বের শিক্ষাথীদের জন্য প্রযোজ্য নয়।
Semester Registration Form টি প্রিন্ট করে হিসাব শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে হিসাব রক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ কোর্স রেজিস্ট্রেশন ফরমটি আগামী ২০২৫খ্রি. তারিখের মধ্যে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।
২৫.০১.২০২৫খ্রি. তারিখ বিকেল ৫টায় অনলাইন পোর্টাল বন্ধ হবে। এরপর আর কোনো শিক্ষার্থী চলমান সেমিস্টারে পড়ালেখা করার জন্যে Enroll হতে পারবে না।
সেমিস্টার রেজিস্ট্রেশন সম্পন্নকারী শিক্ষার্থীদের নামই হাজিরা খাতায় লিপিবদ্ধ হবে।
সেমিস্টার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ০১৮৪২২৩৮১৬৪ এ নাম্বারে যোগাযোগ করতে পারেন।