রাস্তা-ঘাট, দালান-কোঠা, ব্রীজ-কালভার্ট ইত্যাদির বদৌলতে মানব সভ্যতায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। আধুনিকতাকে নান্দনিকতায় রূপ দিতে সিভিল ইঞ্জিনিয়ারগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই কথা বিবেচনা করেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৪ বছর মেয়াদী প্রকৌশল ডিপ্লোমা শিক্ষাক্রমের অধীনে “ডিপ্লোমা-ইন-সিভিল টেকনোলজি” চালু করেছেন। দেশে ও বিদেশে বিপুলভাবে সমাদৃত এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। এছাড়াও সামাজিকভাবে প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।