গ্রীণহাউজ এফেক্টের ফলে সারা বিশ্বে ফ্রিজ এবং এসি তৈরির কারখানা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যেখানে হাজার হাজার দক্ষ লোকবলের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফ্রিজ এবং এসির ব্যবহার বৃদ্ধির ফলে বাংলাদেশেও অনেক এসেম্বলিং প্লান্ট তৈরি হয়েছে। এছাড়াও দেশে বিদ্যমান ইপিজেডসমূহের বিভিন্ন কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ প্লান্ট স্থাপন করা হচ্ছে। এই সমস্ত প্লান্টসমূহ স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-এ দক্ষ জনবলের প্রয়োজন। এছাড়াও সরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২য় শ্রেনীর পদমর্যাদায় উপসহকারী প্রকৌশলী পদে চাকরি লাভের সুযোগ রয়েছে। |