নিয়মাবলি
আবেদনকারীকে (www.ccnpolytechnic.ac) ওয়েবসাইটে প্রবেশ করে Job Circular বাটনে ক্লিক করে অনলাইনে ২৭.১২.২০২৫খি. তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন ফরম পূরণের সময় অন্যান্য তথ্যের সাথে আবেদনকারীর পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত আপলোড করতে হবে।
আবেদন ফি বাবদ ইন্সট্রাক্টর পদে ৫০০/- (পাঁচশত টাকা) এবং জুনিয়র ইন্সট্রাক্টর ও গ্রাফিক্স ডিজাইনার পদে ৩০০/- (তিনশত টাকা) প্রেরণ করতে হবে। অনলাইনে আবেদন ফি পরিশোধ করলেই আবেদন প্রক্রিয়া (Successful) সম্পন্ন হবে।
আবেদন ফরম পূরণের সময় জাতীয় পরিচয়পত্রের নম্বরটি সঠিকভাবে এন্ট্রি করতে হবে। উক্ত নম্বরের মাধ্যমে সাক্ষাতকারের জন্য পবেশপত্র ডাউনলোড করা যাবে।
অন্য কোনো বিষয় বা আবেদন (Submission) বিষয়ে জানার জন্যে প্রতিষ্ঠানের আইটি শাখায় (মোবাইল ০১৮৪২২৩৮১৬৪) যোগাযোগ করা যেতে পারে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে-:
ব>
আপলোডকৃত জীবন বৃত্তান্তের প্রিন্ট কপি
ব>
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
ব>
জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও ১ সেট ফটোকপি।
ব>
গবেষনা কার্যক্রমের প্রমাণপত্র। (যদি থাকে)
ব>
অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।
ব>
অন্যান্য কাগজপত্র (যদি থাকে)।
ব>
পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে