দেশীয় চাহিদা মিটিয়ে বৈদেশিক মূদ্রা অর্জনের বিশাল একটি সেক্টর হচ্ছে এ দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প। যেখানে লক্ষ লক্ষ লোকবলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের লোকজন কেবলমাত্র এই সেক্টরের শ্রমিক পদমর্যাদার অবস্থানগুলোতেই কাজ করছে। ইঞ্জিনিয়ার বা ডিজাইনার পদগুলোতে হাতে গোনা কয়েকজন নিয়োজিত আছে। উচ্চ পদস্থ এই সকল পদগুলো বেশিরভাগই বিদেশিদের দখলে। এ কথা চিন্তা করেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড টেক্সটাইল এবং গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ণ মেকিং টেকনোলজি চালু করেছেন। এই টেকনোলজির শিক্ষার্থীদের দেশে বিদ্যমান বিভিন্ন পোষাক কারখানা ও বস্ত্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২য় শ্রেনীর পদ মর্যাদায় উপসহকারী প্রকৌশলী পদে চাকরি লাভের সুযোগ রয়েছে। টেক্সটাইল মিল, কারখানা, বায়িং হাউস, মানবসম্পদ, ফ্যাশন ডিজাইনিং, বিপণন সবখানেই টেক্সটাইল প্রকৌশলীদের জন্য চাকরির সুযোগ রয়েছে।