অটোমোবাইল শিল্পে কাজের ক্ষেত্র এখন অনেক ব্যাপক। সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে ইঞ্জিনের ব্যবহার বাড়ছে, তাতে দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তির চাহিদাও বাড়ছে। বর্তমানে আমাদের দেশে ২৫ টিরও বেশি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে। তারা প্রতিনিয়ত বিদেশ থেকে গাড়ি আমদানি করছে এবং এই শিল্পকে সমৃদ্ধ হতে সাহায্য করছে। আমাদের দেশে গাড়ি উৎপাদনের সুযোগও সৃষ্টি হচ্ছে। আমাদের দেশে কার সার্ভিস সেন্টারের তুলনায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশ কম। তাই এ সেক্টরে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। এ বিষয়ে পড়ালেখা করে তাই সাধারণতই চাকরির জন্য বসে থাকতে হয় না। অটোমেবাইল ইঞ্জিনিয়ারদের চাকরি পাবার গড় ১০০%। এছাড়া দেশের সরকারি অনেক চাকরি ক্ষেত্রে যেমন বিআরটিসি, বিআরটিএ, সেনাবাবিহিনী, নৌবাহিনী, সরকারি কলকারখানাসহ পাওয়ার প্লান্ট ও অনেক সেক্টরে ২য় শ্রেনীর পদমর্যাদায় উপসহকারী প্রকৌশলী পদে চাকরি লাভের সুযোগ রয়েছে।