কমপিউটারসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী পরিচালনার জন্যে সর্বাগ্রে প্রয়োজন বিদ্যুৎ। এছাড়াও বিদ্যুতের ব্যবহার মানবজীবনে বৈচিত্রময়তা এনে দিয়েছে। এই বৈচিত্রময়তাকে নিরাপদ ও সুনিপূণভাবে কাজে লাগানোর জন্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই কথা বিবেচনা করেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ৪ বছর মেয়াদী প্রকৌশল ডিপ্লোমা শিক্ষাক্রমের অধীনে “ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল টেকনোলজি” চালু করেছেন। দেশে ও বিদেশে বিপুলভাবে সমাদৃত এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী সামাজিকভাবে প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।