প্রশিক্ষণে অংশগ্রহণের নিয়মাবলি


প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

শিক্ষার্থীদেরকে ব্যবহারিক শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্যে প্রশিক্ষণটি পরিচালিত হবে।

প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিক। প্রশিক্ষণকালীন পূর্ণ সময় ছাত্র-ছাত্রীদেরকে প্রতিষ্ঠানের হোস্টেলে অবস্থান করতে হবে। প্রশিক্ষণের সময় ব্যতিত অন্যান্য সময়েও বিনা অনুমতিতে হোস্টেল ত্যাগ করা যাবে না। ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল সুবিধা রয়েছে।

প্রোগ্রামের মেয়াদ হবে ৩০ ঘন্টা। রবিবার থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন ৩ ঘন্টা করে ৫ দিনে ১৫ ঘন্টা। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ৪:৩০ পর্যন্ত প্রতিদিন ৭:৩০ ঘন্টা করে ২ দিনে ১৫ ঘন্টা। অর্থাৎ রবিবার থেকে শনিবার পর্যন্ত মোট ৭দিনে ৩০ ঘন্টা প্রশিক্ষণ চলবে। রবিবার বেলা ২টায় প্রশিক্ষণ শুরু হয়ে শনিবার ৪:৩০টায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

প্রশিক্ষণ ফি এবং হোস্টেলে থাকা-খাওয়া বাবদ প্রত্যেক শিক্ষার্থীকে ১,৯৫০/- (একহাজার নয়শত পঞ্চাশ) টাকা ফি পরিশোধ করতে হবে।

আবেদনের নিয়ম

সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, কুমিল্লার ওয়েব সাইট (www.ccnpolytechnic.ac) এ যেয়ে ‍Short Course অপশনের সাহায্যে ফরমটি পূরণ করতে হবে। ফরম পূরণের সময় কোনো ফি পরিশোধ করতে হবে না।

একজন শিক্ষার্থী তার বোর্ড রোল নম্বর ব্যবহার করে কেবলমাত্র একবার ফরমটি পূরণ করতে পারবে। একই সাথে কেবলমাত্র একটি প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণের জন্য তালিকাভূক্ত হতে পারবে।

আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি প্রোগ্রামের জন্য অনলাইনে তথ্য এন্ট্রি বিবেচনায় ১ম দিকের কেবলমাত্র ২০ (বিশ) জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

আমন্ত্রিত ২০ জন শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ ফি ও হোস্টেলে থাকা-খাওয়া বাবদ ১,৯৫০/- (একহাজার নয়শত পঞ্চাশ) টাকা জমা দেবে।

নির্ধারিত তারিখের মধ্যে ফি জমা না দিলে তালিকার পরবর্তী শিক্ষার্থীকে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান

কোর্স সমূহ:

মাইক্রোসফট ওয়ার্ড (এমএস ওয়ার্ড)

মাইক্রোসফট এক্সেল (এমএস এক্সেল)

কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন

ইলেকট্রনিক ডিভাইস রিপিয়ারিং

বেসিক কনসেপ্ট অব ল্যান্ড সার্ভেয়িং

ব্লক বাটিক এন্ড ফ্যাশন শো

হাউস ওয়্যারিং এন্ড অটোমেশন

মোটর সাইকেল ড্রাইভিং এবং মেইনটেনেন্স

ইনট্রোডাকশন টৃ রোবোটিক্স এবং অটোমেশন

ইনট্রোডাকশন টু বিল্ডিং মেটারিয়ালস এন্ড কনস্ট্রাকশন

বেসিক ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন স্কিলস

ডিজিটাল মার্কেটিং

প্রশিক্ষণ পরিচালনার নিয়ম

প্রশিক্ষণ ফি জমা দেয়ার সময় শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ শুরুর তারিখ জানিয়ে দেয়া হবে। তবে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ রবিবার বেলা ২টা থেকে প্রশিক্ষণ শুরু হয়ে শনিবার বিকেল ৪:৩০টায় প্রশিক্ষণ শেষ হবে।

প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিক ও প্র্যাকটিক্যাল বেজড হবে।

প্রতি ব্যাচে ২০-২৫ জন শিক্ষার্থী থাকতে পারে। প্রতি ব্যাচের জন্য সংশ্লিষ্ট বিষয়ের একজন শিক্ষক নিয়োজিত থাকবে।

একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

প্রশিক্ষণ কার্যক্রম রমজানের ঈদের পর শুরু হবে।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদেরকে ‘সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট’ থেকে সনদপত্র প্রদান করা হবে।