Principal of CCN Polytechnic Instute

“ শিক্ষাই শক্তি, জ্ঞানই আলো, শিক্ষাই জাতির মেরুদন্ড ” তাই ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা, ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা, পিফীলিকা থেকে শিক্ষা নাও কাজ করা, মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ঘুম থেকে উঠা। “যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মুর্খতা তাকে ঘিরে ধরে ”।